মঙ্গলবার,১১ ই জুন ২০২৪
গনেশ চক্রবর্তী, নিউজ বাংলা ডিজিটাল : ইসিএল এলাকায় পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। প্রবল দাবদাহের মধ্যে ইসিএল এলাকায় মানুষকে কিছুটা স্বস্তি দিতে প্রতিবছর স্থানীয় ব্লক প্রশাসন স্থানীয় এলাকায় পানীয় জল সরবরাহ করে। এবছর ও তার খামতি হয়নি। বিশেষ করে পাণ্ডবেশ্বর বিধান সভা এলাকায় স্থানীয় বিডিও অফিসের কড়া নজরদারিতে স্থানীয় মানুষের জন্য পানীয় জলের সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে পানীয় জলের সমস্যা যাতে আর না হয়সেই লক্ষ্যে পাণ্ডবেশ্বর বিডিও অফিসে বিডিও বৃষ্টি হাজরার উপস্থিতিতে পিএইচই আধিকারিক, পাণ্ডবেশ্বর ব্লকের সকল পঞ্চায়েত প্রধানদের নিয়ে এক জরুরী বৈঠক করেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। এই বৈঠকে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি রমা রুইদাস, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ তথা পাণ্ডবেশ্বর এর তৃণমূল ব্লক সভাপতি কিরিটি মুখার্জি, সহ পঞ্চায়েত সমিতির সকল সদস্য ও সকল গ্রাম পঞ্চায়েতের প্রধানরা । বিডিও বৃষ্টি হাজরা পাণ্ডবেশ্বর এলাকায় বিডিও হয়ে আসার পর পানীয় জলের সমস্যার সমাধানের বিভিন্ন পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন। এদিন বৈঠকে এই প্রসঙ্গে বিডিও বৃষ্টি হাজরা বলেন, গ্রীষ্মকালে পাণ্ডবেশ্বর প্রত্যেকটি এলাকায় জলের ট্যাঙ্কার মানুষের বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া হয়, বিডিও বৃষ্টি হাজরার দাবি যেভাবে এই এলাকায় পানীয় জল আনার কাজ চলছে এইভাবে চললে আগামী দিনে এই এলাকায় প্রতিটি বাড়িতে পানীয় জলের কল পৌঁছে যাবে এবং দীর্ঘ দিনের পানীয় জলের সমস্যা থেকে মুক্তি পাবে এলাকার মানুষ। বিডিও বৃষ্টি হাজরা বলেন ইসিএলের খনি সম্প্রসারণের ফলে জলস্তর অনেকটাই নিচে নেমে গেছে ।তাই পানীয় জলের সরবরাহ করতে কিছুটা সমস্যা তৈরি হলেও আমাদের প্রশাসন এর মোকাবিলা করতে তৎপর।বিডিও বৃষ্টি হাজরার দাবি যেভাবে প্রশাসন থেকে জোর তৎপরতা চলছে তাতে আগামীদিনে পাণ্ডবেশ্বর এলাকায় পানীয় জলের সমস্যা আশা করছি সমাধান করা যাবে। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী র ও দাবি আগের মতো এখন এতোটা পানীয় জলের সমস্য আর নেই আমাদের এলাকায়।এলাকাবাসীকে পানীয় জলের সমস্যা থেকে মুক্তি দিতে প্রশাসন প্রয়োজনীয় সমস্ত ধরনের পদক্ষেপ নিয়েছে।