মহকুমা হাসপাতাল এবং শঙ্করপুর থেকে মিশন হাসপাতাল যেতে বেহাল রাস্তার অবশেষে সারাই এর কাজ শুরু হলো

শনিবার,৩রা ফেব্রুয়ারি ২০২৪

গনেশ চক্রবর্তী , নিউজ বাংলা ডিজিটাল : নিউজ বাংলা ডিজিটাল মিডিয়া খোঁজ নিতেই অবশেষে দুর্গাপুরের অতি গুরুত্বপূর্ণ রাস্তাটির সারাই এর কাজ শুরু হলো। দুর্গাপুরের মহকুমা হাসপাতাল থেকে এবং শঙ্করপুর থেকে দুটি রাস্তা দুর্গাপুরের সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল হাসপাতাল মিশন হাসপাতালে যেতে প্রায় আশি মিটার রাস্তা টি দীর্ঘ দিন ধরে বেহাল অবস্থা পড়ে ছিল।গোটা রাস্তাটি ভাঙাচোরা অবস্থায় থাকার ফলে এই রাস্তা দিয়ে চিকিৎসার জন্য মুমুর্ষ রোগী নিয়ে আসা অ্যাম্বুলেন্স বিভিন্ন গাড়ি বেশ বেকায়দায় পড়তো। রোগী ও রোগীর পারিবারের লোকজনের সঙ্গে সঙ্গে মিশন হাসপাতালে আসা গাড়ি চালিয়ে আসা চিকিৎসক স্বাস্থ্য কর্মীরাও খুব অসুবিধার সম্মুখীন হতেন।অথচ এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে দুর্গাপুর নগর নিগমের সমস্ত কাউন্সিলর থেকে মেয়র পারিষদরা , দুর্গাপুরের মহকুমা প্রশাসন থেকে জেলা প্রশাসনের কর্মকর্তারা। শাসক দলের বিভিন্ন রাজনৈতিক নেতারা অহরহ মিশন হাসপাতালে চিকিৎসার জন্য বা পরিচিত ভর্তি রোগীদের দেখতে আসা যাওয়া করেন।কেউ মানবিক ভাবে উদ্যোগ নেননি এই গুরুত্বপূর্ণ রাস্তা টি সংস্কার করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে। প্রয়োজনীয় পদক্ষেপের অভাবে এতদিন রাস্তা টি বেহাল অবস্থায় পড়ে ছিল। এর আগে দুর্গাপুরের‌ সিপিএম কর্মীরা দূর্গাপূজোর আগে বিধান নগরের বেহাল দশার রাস্তা নিয়ে সরব হয়। কিন্তু বিধান নগরের অন্যান্য রাস্তার গুলির সংস্কার হলেও রহস্যজনক ভাবে মিশন হাসপাতালে আসা পিছন দিকের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি  সংস্কার করা হয়নি।অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে মানুষের স্বার্থে  রাজ্য সরকারের সমস্ত রাস্তা গুলি সারাবছর সংস্কার চলছে। কেবলমাত্র স্থানীয় প্রাক্তন পুরমাতার উদাসীনতার কারণে দূরদূরান্ত থেকে আগত মুমুর্ষ রোগীদের চিকিৎসার জন্য দুর্গাপুরের এই গুরুত্বপূর্ণ হাসপাতালে যাবার গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কার করা হয়নি এতদিন বলে অভিযোগ স্থানীয় মানুষের। সেই সঙ্গে দুর্গাপুর নগর নিগমের  সংশ্লিষ্ট বিভাগের দায়িত্ব প্রাপ্ত প্রাক্তন মেয়র পারিষদকেও দুষছেন স্থানীয় মানুষ।জানা গেছে এই রাস্তাটি দুর্গাপুর নগর নিগমের ২৭ নং ওয়ার্ডের অন্তর্গত। দুর্গাপুরের অভিজাত এলাকা বিধান নগরের অন্যান্য এলাকার রাস্তা ঝা চকচকে হয়ে গেলেও এই গুরুত্বপূর্ণ রাস্তাটি কেবলমাত্র ভাঙ্গা চোরা অবস্থায় দীর্ঘদিন ধরে পড়ে ছিল। চলতি বছরের ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাস্তাটি সংস্কারের জন্য নিউজ বাংলা ডিজিটাল মিডিয়ার উদ্যোগে দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জির দৃষ্টি আকর্ষণ করলে অনিন্দিতা মুখার্জি রাস্তাটি সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবার আশ্বাস দেন। এরপরেই দেখা যায় শুক্রবার থেকে রাস্তাটি সংস্কারের প্রস্তুতি শুরু হয়ে যায়। শনিবার নুতন ভাবে রাস্তা তৈরির কাজ শুরু হয়। দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জির এই ভূমিকায় খুশি স্থানীয় মানুষ থেকে মিশন হাসপাতালে আসা রোগীদের পরিজনরা।

 

 

error: Content is protected !!