অভিযোগ বন্ধ স্বাস্থ্য পরিষেবা : নববর্ষের পিকনিকে ব্যস্ত স্বাস্থ্য কর্মী চিকিৎসক খান্দরা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে

 

মঙ্গলবার ২রা জানুয়ারি ২০২৪

ব্যুরো নিউজ ,নিউজ বাংলা ডিজিটাল : স্বাস্থ্য কেন্দ্রের ইনডোরে ভর্তি রয়েছে প্রসূতি, আউটডোরে চিকিৎসকের অপেক্ষায় রয়েছে রোগী, সে সময় চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মীরা ব্যস্ত বর্ষবরণের পিকনিকে। সোমবার এমনই দৃশ্য দেখা গেল খান্দরা ব্লক গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে । সোমবার ১-লা জানুয়ারি ইংরেজি নববর্ষ বরণের দিন । প্রতিবছরই এই দিনটিতে পার্ক গুলিতে থাকে ভিড় । অনেকে বেরিয়ে পড়েন পিকনিকে । কিন্তু চালু থাকে জরুরি পরিষেবা । বর্ষবরণের দিন কিন্তু অন্ডাল ব্লক স্বাস্থ্যকেন্দ্রে (খান্দরা) দেখা গেল অন্য ছবি । স্বাস্থ্য কেন্দ্রের ইনডোরে ভর্তি রয়েছে প্রসূতি, আউটডোরে চিকিৎসকের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন রোগীরা । অথচ পরিষেবায় গরহাজির চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মীরা । আউটডোরে বেশ কিছু রোগী দীর্ঘক্ষণ অপেক্ষার পর হতাশ হয়ে ফিরে গেলেন বাড়ি । খোঁজ নিয়ে জানা যায় চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা ব্যস্ত রয়েছেন পিকনিকে । স্বাস্থ্য কেন্দ্রের তিনতালা-তে তখন চলছে ভুরিভোজের আয়োজন । ক্যাটারিং এর দল ব্যস্ত রান্নার কাজে । বেলা দেড়’টার পর শুরু হয় খাওয়া-দাওয়ার পর্ব । রীতিমত কব্জি ডুবিয়ে মধ্যাহ্নভোজন সারেন ব্লক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মীরা । টেবিলে সাজানো বেগুনি, ভাত, ভেজ সবজি, মিক্স মুগ ডাল, মাছ, মটন কারি, চাটনি, পাপড়, মিষ্টি । চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী মিলিয়ে মোট ৩০ জনের জন্য এই আয়োজন বলে জানান ক্যাটারিং এর দায়িত্বে থাকা এক কর্মী । খাওয়ার পর্বের মাঝপথে সংবাদ মাধ্যমের কর্মীদের উপস্থিতি দেখে কেউ কেউ খাওয়া ছেড়ে উঠেও গেলেন । কেউ কেউ অনুরোধ করলেন ছবি না তোলার জন্য, খবর না করার জন্য । তিন তলার ওপর পিকনিকের যখন এই দৃশ্য তখন একতলার ইন্ডোরে এক প্রসূতি মহিলা জানালেন দুপুরে তাকে পাউরুটি ও সবজি দেওয়া হয়েছে মধ্যাহ্ন ভোজনের জন্য । অন্য রোগীদের সাথে শিশু কন্যাকে সাথে নিয়ে আউটডোরে তখন অপেক্ষায় এক অভিভাবক । নাম প্রকাশে অনিচ্ছুক ওই অভিভাবক বললেন ৩০ মিনিটের বেশি দাঁড়িয়ে রয়েছি, কোন চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মীর দেখাও পাচ্ছি না । দীর্ঘক্ষণ অপেক্ষার পর ওই অভিভাবকের মতো আরও বেশ কয়েকজন হতাশ হয়ে ফিরে যান স্বাস্থ্য কেন্দ্র থেকে । চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের এরকম আচরণের সমালোচনায় সরব হয়েছেন রোগীর আত্মীয় থেকে রাজনৈতিক ব্যক্তিত্বরা । বিজেপির পশ্চিম বর্ধমান জেলা বিজেপির নেতা ছোটন চক্রবর্তী বলেন রাজ্যে মেলা, খেলার সরকার চলছে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে । পরিষেবা বন্ধ রেখে চিকিৎসকদের পিকনিকের ঘটনায় তা আরও একবার প্রমাণ হল বলে জানান ছোটন বাবু । অন্যদিকে পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শেখ মোঃ ইউসুফ বলেন চিকিৎসা কেন্দ্রের ভেতর পিকনিক করাটা ঠিক হয়নি । বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি । অন্ডাল ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বি এম ও এইচ পরিতোষ সোরেন এর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি । বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানার জন্য তার মোবাইলে ফোন করা সত্ত্বেও তিনি ফোন রিসিভ করেননি ।

error: Content is protected !!