বুধবার,২০শে ডিসেম্বর ২০২৩
গনেশ চক্রবর্তী, নিউজ বাংলা ডিজিটাল : প্রতিবছরের মতো এবছরও দুর্গাপুরের ঐতিহ্যবাহী বেনাচিতির হরিসভা মন্দিরের বার্ষিক ধর্মানুষ্ঠান শুরু হলো । বুধবার সকালে নগর কীর্ত্তন শোভাযাত্রার মধ্য দিয়ে হরিসভার ধর্মানুষ্ঠানের সূচনা হয়। বেনাচিতির জলখাবার গলি সংলগ্ন হরিসভার ধর্মানুষ্ঠানের নগর কীর্ত্তন শোভাযাত্রা বের হয়ে নাচন রোড ধরে প্রথমে ভিড়িঙ্গী শ্মশান কালী মন্দির প্রান্তিকা হয়ে ফের হরিসভায় শেষ হয়।বহু ধর্মপ্রাণ মানুষ এই নগর কীর্ত্তন শোভাযাত্রায় অংশ নেন। হরিসভা মন্দির কমিটি পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ৮ই জানুয়ারি পর্যন্ত এই হরিসভায় নাম সংকীর্তন চলবে।রাজ্যের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট কীর্ত্তন শিল্পীরা ধর্মপ্রাণ মানুষের মন জয় করতে বিভিন্ন পালাগান কীর্ত্তন করবেন হরিসভার ধর্মীয় মঞ্চে। সঙ্গে সঙ্গে প্রতিদিন নির্দিষ্ট সময়ে ভক্তদের রাধামাধবের ভোগ প্রসাদ বিতরণ করা হবে। হরিসভা মন্দিরের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মিতেশ রায়ের দাবি পশ্চিম বঙ্গের এই মুহূর্তে সব চেয়ে বড় কীর্ত্তন পালাগানের মঞ্চ এই দুর্গাপুরের বেনাচিতির হরিসভা মন্দিরের কীর্ত্তনের মঞ্চ যেখানে প্রতিবছর বিশিষ্ট সব নাম সংকীর্তন বা পালাগান শিল্পী পালাগান এবং কীর্ত্তন পরিবেশন করেন।রাজ্যের কোথাও এতদিন ধরে এইভাবে ধর্মীয় ভাবাবেগকে সঙ্গী করে অগনিত ভক্তদের সমাগমে নাম সংকীর্তন পালাগান পরিবেশন হয়না।