পথ দুর্ঘটনা রুখতে ট্রাফিক পুলিশের সেভ ড্রাইভ সেফ লাইফ শিবির দুর্গাপুর উৎসব প্রাঙ্গণে

বুধবার,১৩ই ডিসেম্বর ২০২৩

গনেশ চক্রবর্তী,নিউজ বাংলা ডিজিটাল : পথ দুর্ঘটনা রুখতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনস্থ দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের পুলিশ

আধিকারিকরা বুধবার সেভ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচির শিবির করেন‌ দুর্গাপুর উৎসব প্রাঙ্গণে। বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দুর্গাপুর উৎসব প্রাঙ্গণে বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশনের প্যাভিলিয়নের সামনে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনস্থ দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা বুধবার সেভ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচির শিবির করেন‌। দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের ওসি বিনয় লায়েক ইন্সপেক্টর ইন্দ্রজিৎ বন্দোপাধ্যায় এবং ইন্সপেক্টর নন্দন দত্ত সহ দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের অন্যান্য পুলিশ আধিকারিক এবং সিভিক পুলিশ কর্মীরা অংশ নেন। ট্রাফিক গার্ডের ওসি বিনয় লায়েক বলেন আপনার জীবন অমূল্য।জীবন সুরক্ষার কথা ভেবেই মাথায় হেলমেট পরে ট্রাফিক আইন মেনে বাইক চালান। মদ্যপ অবস্থায় গাড়ি চালাবে না সেই বিষয়ে বক্তব্য রাখেন। তাছাড়া তিনি বলেন চারচাকা চালানোর সময় সিট বেল্ট ব্যবহার করুন। রাস্তায় সিগন্যাল দেখে রাস্তায় গাড়ি চালান। মোবাইল ফোন ব্যবহার করবেন না গাড়ি চালানোর সময়।ট্রাফিক নিয়ম আপনার জীবন সুরক্ষার জন্য। ট্রাফিক পুলিশ আপনার বন্ধু। চব্বিশ ঘণ্টা ট্রাফিক পুলিশ আপনার সেবায় নিয়োজিত রয়েছে। এদিন উপস্থিত সাধারণ মানুষ ওসির কাছ থেকে সরাসরি ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালানোর জন্য বিভিন্ন খুঁটিনাটি প্রশ্নের উত্তর জেনে নেন।ট্রাফিক ইন্সপেক্টর ইন্দ্রজিৎ বন্দোপাধ্যায় এদিন ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালানোর জন্য পথ সচেতনতায় পাঠ দেন এবং উপস্থিত সাধারণ মানুষের মধ্যে পথ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার করেন।পথ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এদিন দুর্গাপুরের বিধান নগরের বিধান স্কুলের ছাত্রছাত্রীরা পথ দুর্ঘটনায় রোধের সচেতনার প্লাকার্ড হাতে এই শিবিরে অংশ নেয়। বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশনের সভাপতি মনোজ কুমার সিংহ এবং সম্পাদক গনেশ চক্রবর্তী এদিন দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকদের বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশনের প্যাভিলিয়নের সামনে পথ দুর্ঘটনা রুখতে সেভ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচির শিবির করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। এদিন পথ দুর্ঘটনা রোধে লিফলেট বিতরণ করা হয় ট্রাফিক গার্ডের পক্ষ থেকে। দুর্গাপুর উৎসবে আসা প্রচুর মানুষ ট্রাফিক পুলিশের সেভ ড্রাইভ সেফ লাইফ শিবিরে যোগদান করেন এবং পথ দুর্ঘটনা রুখতে কি কি করনীয় ট্রাফিক পুলিশ আধিকারিকদের  মূলবান বক্তব্য মনযোগ সহকারে শোনেন।

 

error: Content is protected !!