সোমবার,২০শে নভেম্বর ২০২৩
গনেশ চক্রবর্তী, নিউজ বাংলা ডিজিটাল : দুর্গাপুরে প্রথমবার হতে চলেছে দুর্গাপুর উৎসব। ৩রা ডিসেম্বর থেকে ১৭ ই ডিসেম্বর ২০২৩ পর্যন্ত হবে এই দুর্গাপুর উৎসব।দুর্গাপুরের রাজীব গান্ধী মেমোরিয়াল গ্রাউন্ড অর্থাৎ চিত্রালয় মেলা ময়দানে হবে দুর্গাপুর উৎসব। মূলত রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের ও সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদারের উদ্যোগে এবং দুর্গাপুরের ক্লাব সমন্বয়ের সহযোগিতায় দুর্গাপুর উৎসব হবে বলে জানা গেছে। সোমবার দুর্গাপুর উৎসব নিয়ে চিত্রালয় মেলা ময়দানে অস্থায়ী ক্যাম্পের উদ্ধোধন হয়। মন্ত্রী প্রদীপ মজুমদার উদ্ধোধন করেন দুর্গাপুর উৎসবের অস্থায়ী ক্যাম্পের। এদিন উপস্থিত ছিলেন দুর্গাপুর উৎসবের সমস্ত কর্মকর্তারা। মন্ত্রী প্রদীপ মজুমদার এদিন জানান এই অস্থায়ী ক্যাম্প থেকেই দুর্গাপুর উৎসবের এখন থেকে সমস্ত কাজকর্ম করা হবে। উপস্থিত সাংবাদিকদের মন্ত্রী প্রদীপ মজুমদার জানান প্রথমবার দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুর উৎসব। দুর্গাপুরের শিল্প ব্যবসা বাণিজ্য থেকে শিল্পী সাহিত্য সংস্কৃতি খেলা সমাজের সর্ব স্তরের মানুষ অংশ গ্রহন করবেন এই উৎসবে। তেমনি বিভিন্ন সরকারি দপ্তর গুলি এই উৎসবে যেমন অংশগ্রহণ করবেন, তেমনি সরকারের ক্ষুদ্র কুটির শিল্প ও হস্ত শিল্পের বিভিন্ন প্রদর্শনীর স্টল ও থাকবে। পাশাপাশি যে সকল বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলি শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে দুর্গাপুরে প্রতিষ্ঠিত, তাদেরও প্রচার ও প্রসারের জন্য এই মেলায় ক্যাম্প থাকবে। দুটি সাংস্কৃতিক মঞ্চ করা হবে দুর্গাপুর উৎসবে। রাজ্য ও ভিন রাজ্যের প্রতিষ্ঠিত নামিদামি শিল্পীরা যেমন এই অনুষ্ঠানে অংশ নেবেন তেমনি দুর্গাপুরের স্থানীয় শিল্পীরাও অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।পাশাপাশি দুর্গাপুর উৎসবে বিভিন্ন কর্পোরেট সংস্থা গুলিও যাদের দুর্গাপুরে কাজকর্ম হয় তারাও অংশ গ্রহন করবেন বলে আশা করছি।সব মিলিয়ে প্রথম বার দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুর উৎসব সেই নিয়ে চরম উন্মাদনা দুর্গাপুরে।