স্বচ্ছতা অভিযান দুর্গাপুর পাবলিক ইনস্টিটিউটের

মঙ্গলবার,১০ই অক্টোবর ২০২৩

ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল : মহাত্মা গান্ধীর স্বপ্নকে সফল করেত দেশ জোড়া স্বচ্ছ ভারত অভিযান চালু করছে কেন্দ্রীয় সরকার। নাম দেওয়া হয়েছে স্বচ্ছতা হি সেবা। এবার সেই স্বচ্ছতা অভিযানের নামলো দুর্গাপুরের বিধান নগরের একটি স্কুল দুর্গাপুর পাবলিক ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের। সোমবার স্বচ্ছতা অভিযানে প্রচারে স্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় ছাত্রছাত্রীদের নিয়ে। স্কুল প্রাঙ্গণ থেকে রেলিটি বের হয়ে

রাঙ্গামাটি হয়ে রাঙ্গামাটি, আড়া, কালীগঞ্জ মোড় প্রদক্ষিণ করে। এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য সাধারণ পথ চলতি থেকে সাধারণ মানুষদেরকে সচেতন করেন ছাত্র-ছাত্রীরা। পাশাপাশি স্বচ্ছতা অভিযান সম্পর্কে সচেতন করতে পড়ুয়াড়া একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করে কালীগঞ্জ মোড়ে। বিজয়ীদের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয় পুরস্কার হিসেবে। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষরোপণের বার্তা উদ্দেশ্যেই এই বৃক্ষ চারাগাছ বিতরণ বলে জানান স্কুলের প্রিন্সিপাল মৌমিতা ঘোষাল চ্যাটার্জি। তিনি জানান এলাকার পরিবেশকে সুস্থ রাখতে ও এ বিষয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে সচেতনতা বাড়াতে এই রেলির আয়োজন করা হয়েছে।

error: Content is protected !!