পূজোর মুখে বেতন মেলেনি ইসিএল বন্ধের হুঁশিয়ারি শ্রমিক সংগঠন গুলির

সোমবার,৯ ই সেপ্টেম্বর ২০২৩

ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল : পুজোর মুখে মেলেনি ইসিএল কর্মীদের বেতন, প্রতিবাদে বাঁকোলা এরিয়ার জ্যানারেল ম্যানেজারের অফিসের গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি কোলিয়ারীর সমস্ত শ্রমিক সংগঠন গুলির। সমস্যা না মিটলে লাগাতার বন্ধের হুমকি দিল শ্রমিক সংগঠন গুলি।

 

সোমবার অন্ডাল,পাণ্ডবেশ্বরের ইসিএলের বাঁকোলা এরিয়ার জ্যানারেল ম্যানেজারের প্রধান কার্য্যলয়ের সামনে এরিয়ার প্রায় সমস্ত শ্রমিক সংগঠন একত্রিত হয়ে ইসিএল ম্যানেজমেন্টের বিরুদ্ধে শ্রমিক শোষণের প্রতিবাদে আন্দোলনে নামলেন। এই আন্দোলনে অংশ নেন CITU, CMC HMS, INTTUC, INTUC শ্রমিক সংগঠন। শ্রমিক সংগঠন CMC HMS এর জয়েন্ট জ্যানারল সেক্রেটারি প্রফুল্ল চ্যাটার্জি জানান, কয়লা শিল্প জাতীয় করনের পর এই প্রথম ইসিএল কর্মীদের বেতন দিতে দেরি। পুজোর মুখে ইসিএল কর্মীরা তাদের ন্যায্য বকেয়া বেতন না পাওয়ায় সমস্যায় পড়েছেন। শ্রমিক সংগঠনের দাবী ইসিএল ম্যানাজমেন্ট অন্যায় ভাবে আটকে রেখেছে কর্মীদের বেতন। এছাড়াও mdo প্রক্রিয়ায় যেভাবে সচল কয়লা খনিকে বেসরকারি করণের দিকে ঠেলে দিছে কর্তৃপক্ষ যা আগামীকাল দিনে কয়লা অঞ্চলের এক ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে। তিনি বলেন অতি শীঘ্রই খনি কর্মীদের সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামবে কয়লা খনির সমস্ত শ্রমিক সংগঠন বলার হুঁশিয়ারি দেন তিনি। এ ছাড়াও এই বিষয় নিয়ে চলতি মাসের ১২,১৩,১৪ তারিখ কোলিয়ারি বন্ধের ডাক দেওয়া হয়েছে। তিনি বলেন ইসিএল দাবী না মানলে বন্ধ লাগাতার হবে। যদিও এই বিষয়ে বাঁকোলা এরিয়ার কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

error: Content is protected !!