অ্যাপেলো চেন্নাই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখন দুর্গাপুরের ক্লিনিকেই রোগী দেখছেন

২৯শে সেপ্টেম্বর ২০২৩

ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল : চেন্নাইয়ের অ্যাপোলোর পরিষেবা এবার আপনার দোড়গড়ায়। দক্ষিণ ভারতের বিশ্বস্ত নামকরা হাসপাতাল চেন্নাই অ্যাপোলোর প্রতিষ্ঠিত বিশেষজ্ঞ চিকিৎসকেরা দুর্গাপুরে বসেছেন প্রতিনিয়ত। এবার থেকে আর প্রাথমিক চিকিৎসার জন্য খরচা করে চেন্নাই যেতে হবে না দুর্গাপুরবাসীকে। কারণ ইতিমধ্যেই দূর্গাপুরে দুটি অ্যাপেলো ক্লিনিক ও অ্যাপেলো ইনফরমেশন সেন্টার চালু হয়েছে দুর্গাপুরের বামুনারা ও সিটি সেন্টারে। আর সেই সেন্টারগুলিতেই দক্ষিণ ভারতের সবচেয়ে নামিদামি হাসপাতাল অ্যাপেলো হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকেরা নিয়মিত ভাবে দুর্গাপুরে আসছেন রোগী দেখতে। পূর্বে যে সব চিকিৎসকদের দেখানোর জন্য খরচা করে দুর্গাপুর থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে পাড়ি দিতে হতো সাধারণ রোগীদের। এবার থেকে এই শহরে বসেই সেই চিকিৎসকদের চিকিৎসা ও পরামর্শ পাবেন সাধারণ মানুষ।

স্নায়ু রোগ, হৃদ রোগ, স্ত্রী রোগ বিশেষজ্ঞ থেকে শুরু করে বিভিন্ন জটিল রোগের বিশেষজ্ঞরা রোগী দেখছেন এই সেন্টারগুলিতে। উন্নত মানের পরিকাঠামো পরিষেবা দিতে তৎপর অ্যাপোলো হাসপাতাল। এমনকি মারণ রোগ ক্যান্সারের বিভিন্ন বিভাগের ভারতবর্ষের নামজাদা চিকিৎসকেরাও সিটিসেন্টারের দুর্গাপুরে অ্যাপেলো ক্লিনিকে আসছেন এখন। শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় ভারতবর্ষের তিন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে অ্যাপেলো ইনফরমেশন ক্লিনিক সিটি সেন্টারের তরফ থেকে। উপস্থিত ছিলেন দক্ষিণ ভারতের অস্থিরোগ বিশেষজ্ঞ ডঃ কুনাল প্যাটেল,মস্তিষ্ক ও গলা ক্যান্সার বিশেষজ্ঞ ডঃ এস কানান,স্নায়ু রোগ বিশেষজ্ঞ ডঃ পি বিজয় শঙ্কর। এদিন ওই চিকিৎসকেরা জানান অত্যাধুনিক রোবোটিক সার্জারির মাধ্যমে স্নায়ু রোগ থেকে বিভিন্ন ক্যান্সারের চিকিৎসা উন্নত মানের পরিকাঠামোর মাধ্যমে অ্যাপোলো হাসপাতালে হয়। পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের বেশিরভাগ রোগীদের বিশ্বস্ত এই হাসপাতাল।

error: Content is protected !!